মোহমদ হোসেন,হাটহাজারী:
বয়স হয়েছে ৮১ বছর। তবু ভোটের অধিকার ছাড়তে নারাজ মিনু সেন নামের এই বৃদ্ধ। তাই ছেলের বৌয়ের কোলে চড়ে ভোট দিতে আসেন এই বৃদ্ধ।
রবিবার(২৮ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইউপি নির্বাচনে চিকনদন্ডী ইউপি নির্বাচনে ফতেয়াবাদ বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ছেলের বউ রমি সেন এর কোলে চড়ে ভোট দিতে আসেন তিনি।
এ সময় তিন বলেন, এবার ইউপি নির্বাচনে ভোট দিতে পারব ভাবিনি। তবে ভোট দিতে পেরে ভালো লাগছে। ভোটের ব্যাপারে সে অনেক সচেতন। তার আগ্রহ দেখেই তাকে নিয়ে এসেছি ভোট দেওয়ানোর জন্য।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।