প্রেস বিজ্ঞপ্তি:
ইত্তেহাদুল মাদারিস রামু-কক্সবাজার সদর (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্চলিক শাখা) এর মজলিসে উমুমী ও পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির এক যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ রবিউস সানী, ২৯ নভেম্বর), বেলা ১১ টায় রামু জামেয়াতুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, রামু জামেয়া দারুল উলুম চাকমারকুলের নির্বাহী মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফের সঞ্চালনায় বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষা পরিচালকসহ প্রতিনিধিত্বশীল ওলামায়েকেরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের পড়া-লেখার মান ও নৈতিক চরিত্রের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়। সেই সাথে আগামী ৮ ই শাবান, ১২ মার্চ (শনিবার) থেকে ১৪ ই শাবান, ১৮ মার্চ ( জুমাবার) পর্যন্ত বার্ষিক মারকাযী পরিক্ষা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে পরীক্ষা সুষ্পষ্টভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন জরুরি সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কক্সবাজার সদর ও রামু উপজেলার কওমী মাদ্রাসা সমূহের সমন্বয়ে গঠিত এ সংগঠনের নাম সরকারী ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে “ইত্তেহাদুল মাদারিস রামু, ঈদগাঁও, কক্সবাজার সদর” হিসেবে নতুনভাবে নামকরণ করা হয়।
গুরুত্বপূর্ণ এ সভায় বক্তব্য রাখেন, ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মুসলিম, জামেয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর পরিচালক মাওলানা আজিজুদ্দিন, কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্সের পরিচালক মাওলানা কারী জহিরুল হক, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, ঈদগাঁহ বোয়ালখালী মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল হাকিম, খুরুশকুল অদুদিয়া তালিমুদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদুল্লাহ হাসান, রশিদনগর আশরাফুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুফতি শাহেদ নূর, ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম, কক্সবাজার লাইটহাউজ দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আলী, রামু চাকমারকুল মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি কামাল হোসাইন, জামেয়া এমদাদিয়া পোকখালীর শিক্ষা পরিচালক মাওলানা জুনাইদ, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, ঈদগড় চর পাড়া তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছৈয়দ নূর, নাইক্ষ্যংছড়ি মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা কারী জাফর আলম, চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুমের সদরে মুহতামিম মাওলানা হাফেজ রহমতুল্লাহ, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আনিসুল মোস্তফা, রামু জামেয়াতুল উলুম আল-ইসলমিয়ার শিক্ষা পরিচালক মাওলানা জয়নাল আবেদীন, ধাউনখালী মাদ্রাসার মাওলানা এহছানুল হক (কাতেব), খুরুশকুল মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা শফি, রামু মাজহারুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মোখলেসুর রহমান, ঈদগাঁও মাইজপাড়া মাদ্রাসার প্রতিনিধি মাওলানা মুবিনুল হক, আলির জাহাল আল-ফারুক ইসলামিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল গফুর মনজুর, কক্সবাজার বিমানবন্দরস্থ জামিয়াতুল আবরারের শিক্ষা পরিচালক মাওলানা আবু দারদা, কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্স এর শিক্ষা পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ গণি, পশ্চিম রাজারকুল আশরাফিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা আরিফুল করিম শফি, শিক্ষা পরিচালক মাওলানা ছালেম জুনাইদ, নাইক্ষ্যংছড়ি আল-মারকাযুল ইসলামী দারুচ্ছুন্নাহর মাওলানা সাজেদুল করীম, দারিয়ারদিঘী দারুল উলুম মাদ্রাসার মাওলানা আব্দুল গফুর, ঈদগাও আল-গিফারী ইসলামিক সেন্টারের মাওলানা মনছুর আলম, উখিয়ারঘোনা লামার পাড়া মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা ছলিমুল্লাহ, মরিচ্যা আল-হাসান মাদ্রাসার মাওলানা আব্দুচ্ছালাম, পিএমখালী আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুচ্ছফা, গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুল আবছার, খুনিয়াপালং ছাদিরকাটা মদীনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু নাছের, ঈদগড় সা’আদ ইবনে আবী ওয়াক্কাস র. মাদ্রাসার মাওলানা হাবিবুর রহমান, মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা বেলাল উদ্দিন, কচ্ছপিয়া হেমায়াতুল ইসলাম মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মাওলানা হাফেজ নুরুল আলম প্রমুখ।
সভা শেষে জামেয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর সদরে মুহতামিম মাওলানা মোখতার আহমদ রহ, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম রহ. ও ঈদগাঁওর প্রবীণ আলেম মাওলানা ওবাইদুল হক রহ. এর রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।