শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোতাহেরা বেগম।
শনিবার (১৭ ডিসেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। মোতাহেরা বেগম কলেজের রসায়ন বিষয়ের অধ্যাপক হিসেবে কর্মরত । এতদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক মফিজুর রহমান নিজামী।
জানা যায়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর উক্ত বিষয়ে প্রভাষক হিসেবে কুতুবদিয়া কলেজে যোগদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।