এম.এ আজিজ রাসেল :
বিশ্ব নাগরিকত্ব শিক্ষার উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কোর ঢাকা অফিসের সহযোগীতায় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করেছে।
‘বিশ্ব নাগরিকত্ব শিক্ষা বিকাশের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনেস্কো অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহের প্রসার’ বিষয়ক এই কর্মশালায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে পরিবার ও সমাজের জন্য রোল মডেল হতে হবে। এখনই সময় জীবন গড়ার। ভালো ছাত্র হবার পাশাপাশি একজন ভালো মানুষও হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা মেয়েদের শক্তি। শিক্ষা শুধু চাকরির ক্ষেত্রেই কাজে আসে এমনটা নয়। শিক্ষা মানুষকে সামাজিক মর্যাদা দান করে। মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। দেশে বর্তমানে ৫০ শতাংশই নারী। এই নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। ইসলামে নারীদের সমান মর্যাদা দেয়া হয়েছে। নারীদের শেষ পর্যন্ত পড়ান, সেই হবে আপনার পরিবারের সম্পদ।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার ও জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দিন।
কর্মশালা নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন সংগঠনের জাতীয় সমন্বয়ক হাবিবুল হায়দার চৌধুরী ও শামসুল মুক্তাদির।
এতে শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।