অনলাইন ডেস্ক:
মা হতে চলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।
শরিফুল রাজ সোমবার দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমণি।
জানা গেছে, ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে ওই সিনেমার পরিচালক গিয়াসউদ্দীন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমনি।
পরীমণি জানিয়েছেন, কয়েকদিন ধরেই বিষয়টি তিনি বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে ডাক্তারের কাছে গেলে তা নিশ্চিত হওয়া যায়। মা-বাবা হতে চলছেন শুনে পরীমণি ও শরিফুল রাজ দু’জনেই কান্না করেছেন, এমনটাও উল্লেখ করেছেন তিনি।
এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না জানিয়ে এ অভিনেত্রী বলেন, আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। মা হতে যাওয়ায় পরীমণি কয়েক মাসের জন্য অভিনয় থেকে বিদায় নেবেন বলে জানা গেছে।
গত বছরের ১৭ অক্টোবর এই অভিনেত্রী ও অভিনেতার বিয়ে হয়েছে বলে জানান পরীমণি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।