আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
ক্লাস রুমে বসে টিকটক করার দায়ে কক্সবাজারের টেকনাফ সাবরাং উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রকে সাময়িক বহিস্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহ¯পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘোষনা দেয়। বহিস্কৃত শিক্ষার্থীরা হচ্ছে নবম শ্রেনীর ছাত্র মো. আরাফাত, সপ্তম শ্রেনীর ছাত্র মো. নুর কায়েস ও একই শ্রেণীর রায়হান আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ দৌল্লাহ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিন ছাত্রকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাদের অভিভাবকদের বিদ্যালয়ে ডাকা হয়েছে।পরিচালনা কমিটির সাথে বসে পরবর্তী করনীয় ঠিক করা হবে।
অপর শিক্ষক মো. রফিক জানান, দীর্ঘদিন ধরে আরাফাত নামে নবম শ্রেনীর এক ছাত্র টিকটকে নানা ধরনের ভিডিও আপলোড করার অভিযোগ পেয়ে আসছিলাম। মাস খানেক আগে ক্লাসে বসে সে একটি ভিডিও তৈরী করে, যা নিয়ে সম্প্রতি রাশেদ আরমান নামে আরেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদ জানায়। যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হলে তাদেরকে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।
শ্রেনী কক্ষে ধারনকৃত ভিডিওটিতে দেখা যায়, আরাফাত অপর দুই শিক্ষার্থীর সাথে ক্লাস রুমে বসে একটি ছোট কেক কেটে আরাফাত নামে একজনের টিকটকে দশ হাজার ফলোয়ার হওয়া সেলিব্রেট করছে। এসময় শ্রেনীকক্ষে অন্য শিক্ষার্থীদের দেখা যায়।
Share this:
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।