মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন (৭৫৯১) কে কক্সবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ ১৩ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেশের বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও উপধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
কক্সবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের নিয়মিত অধ্যক্ষ পদে পদায়ন হওয়া অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সংযুক্তিতে একই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তাছাড়া, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল হাসান অবসরজনিত পিআরএল-এ যাওয়ার পর থেকে বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বে ছিলেন। অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ নতুন পদায়নকৃত সকল কর্মকর্তাকে আগামী ১৪ আগস্টের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।