তাওহীদুল ইসলাম নূরী:
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেছেন, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ‘যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই।’ এসময় সবাইকে গুজবে কান না দেওয়ার আহবানও জানান তিনি।
সাংবাদিকদের তিনি জানান, আগামী বছর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা মার্চে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বেলা ১১টা থেকে শুরু হয় পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম।
প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। পরীক্ষা উপলক্ষে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারীর পূর্বে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হত। ২০২১ সালের এসএসসি পরীক্ষা গত বছরের ১৪ নভেম্বর ৪টি ঐচ্ছিক বিষয়ে অনুষ্ঠিত হয়। ২০২২ সালের পরীক্ষা আজ (১৫সেপ্টেম্বর) থেকে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। ২০২৩ সালের পরীক্ষা মার্চ থেকে সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।