সিবিএন : দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদ ও গভর্নিং বডি শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ১২ অক্টোবর ’২০২২ কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে বাণিজ্য ভবন হল রুমে এক সভা অনুষ্ঠিত হয় । এতে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিজ্ঞান অনুষদ ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক জেবুন্নেছা।
গর্ভনিং বডিতে শিক্ষক প্রতিনিধি হিসাবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম , বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রোমেনা আকতার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মণিকা বড়ুয়া নির্বাচিত হন। কলেজের দেড় শতাধিক শিক্ষক আন্দমুখর পরিবেশে ভোটে অংশ গ্রহণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।