আবুল কালাম, চট্টগ্রাম :
বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কেন্দ্র থেকে পূর্ব ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন থানা ইউনিট এবং জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে হাজারো নেতা-কর্মীদের ঢল নামে নারীর পলোগ্রাউন্ডে মাঠে, দুপুর গড়াতেই নেতা-কর্মীদের পদচারণায় মুখর চট্টগ্রাম নগর।
বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ গণসমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা দুপুরের আগেই সমাবেশ স্থলে উপস্থিত হন।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পলোগ্রাউন্ড মাঠ।
এর আগে বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তারা বলেন, চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।