মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার সদর-মহেশখালী-ঈদগাঁহ উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ওয়ার্ড নম্বর ২ এ হুমায়রা বেগম-হরিণ প্রতীক নিয়ে ১০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেম্বার নির্বাচিত হয়েছেন। সোমবার ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।
একই ওয়ার্ডে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মশরফা জান্নাত-বই প্রতীক নিয়ে ৬৯ ভোট, ছালেহা আকতার-ফুটবল প্রতীক নিয়ে ৬৯ ভোট এবং চম্পা উদ্দিন-টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ২১ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে (সদর-মহেশখালী-ঈদগাহ) ভোটার সংখ্যা মোট ২৬৪ জন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।