চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ শেষ হওয়ার পরবর্তি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের দু গ্রুপের মধ্যে মারামারি সংগঠিত হয়েছে। নগরীর ডিসি রোডে রাতে এ ঘটনা ঘটে । এতে ব্রাজিল সমর্থক রনি নামের এক কিশোর আহত হয়। তার পায়ে গভীর ক্ষত হয়। সে ডিসি রোডস্থ তাহের কলোনীর বাসিন্দা।
জানতে চাইলে রনি বলেন, আর্জেন্টিনা-মেক্সিকোর ম্যাচ শেষ হয়ার পরপরই আর্জেন্টিনার কয়েকজন সমর্থক আমার এবং আমার বন্ধুদের উপর ঝাপিয়ে পরে। লাঠি নিয়ে আমাদের মারধর করে। এতে আমার ডান পায়ের গোড়ালির উপরে কেটে যায়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।