কুতুবদিয়া প্রতিনিধি:
এবারের এসএসসি পরীক্ষায় কুতুবদিয়ায় সবার সেরা কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ । ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২৭ জিপিএ-৫ এর মধ্যে ৪৮টিই স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানের দখলে। ৩৩৩ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ৩২৭ জন। পাশের হার ৯৮.২০।
অন্যদিকে, পাশের হারে ১ম অবস্থানে রয়েছে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৭৭ জনে পাশ করেছে ৭৭ জন। পাশের হার ১০০.০০। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
অপরদিকে, জিপিএ-৫ ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়া দাখিলে ৯টি মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ,এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় ১ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে এসএসসিতে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৬৭জন, দাখিল পরীক্ষার্থী ৩৪০ জন,ভোকেশনাল ২৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ৬৪৪ জন।
এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২৭ জন। পাসের হার ৯৫.৮৩ শতাংশ।
এছাড়া, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ৯৪.৯৫, লেমশীখালী উচ্চ বিদ্যালয় ৯৯.৩৩,আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয় ৯২.১৬, কৈয়ারবিল আইডিয়াল উচ্চ বিদ্যালয় ৬৮.৭৫।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।