নিজস্ব প্রতিবেদকঃ
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ১২ তম হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব ৯ বছর (৫ পারা), ১২ বছর (১০ পারা), ১৫ বছর (২০ পারা) ও ১৬ বছর (পূর্ণ ৩০ পারা) এই চার গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ে গেল প্রতিযোগিতায় ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরাই জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোছাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামালুদ্দীন তাওহীদ।
কক্সবাজারে হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কাল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।