ইমাম খাইর, সিবিএন:
“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” -এই প্রতিপাদ্যকে ধারণ করে কক্সবাজারে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বেলুন ফেস্টুন উড়ানো হয়। এরই মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবযোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিন আল পারভেজ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দীন, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: আবুল কাশেম প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, ফ্রিল্যান্সার, এনজিও প্রতিনিধি এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।