জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পর্যটন নগরী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ পেকুয়া” (ডুসাপ ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইনসান কামাল সাফাত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র তোফাজ্জল হোসেন আসিফ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্র সাফাতের বাড়ি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে এবং কবি জসীম উদ্দীন হলের ছাত্র আসিফের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামায়।
গতকাল ১২ ডিসেম্বর(২০২২) রাতে ডুসাপের সদ্য সাবেক সভাপতি আবছার হাসান রানা এবং সাধারণ সম্পাদক আবু হানিফ ছোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামীকাল ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আসিফ বলেন, ” ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের বিপদে-আপদে আমরা পাশে থাকব। পেকুয়ার বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং কলেজে পড়ুয়া শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমরা স্বপ্ন দেখাবো। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো”।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।