আতিকুর রহমান মানিক:
ঈদগাঁওতে অবৈধ ২টি ইট ভাটায় যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ জাকারিয়া।
এ সময় ঈদগাঁও বাস স্টেশনের দক্ষিন পার্শস্হ আর.কে.সি ব্রিকস ইসলামাবাদ খোদাইবাড়ীর দিবা ব্রিকস নামে ২ (দুই) টি ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জিল্লুর রহমান এবং বিএসটিআই, কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উক্ত অভিযানে উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঈদগাঁওতে ২টি অবৈধ ইট ভাটাকে জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।