জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ‘কোড সামুরাই’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ। আগামী ২০-২১ ডিসেম্বর ২০২২ দুই দিন ব্যাপী সিএসই বিভাগের ল্যাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সারাদেশে ৩২ টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫০জন শিক্ষার্থী এতে অংশ নিবেন। আগামী ২০ ডিসেম্বর (২০২২) মঙ্গলবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র – শিক্ষক কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। উদ্বোধনের পর দুপুর বারোটায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে এ প্রতিযোগিতা শুরু হবে।
আজ ১৭ ডিসেম্বর (২০২২) শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই বিভাগ) মিলনায়তনে এবারের ‘কোড সামুরাই-২০২২’ প্রতিযোগিতার নানা দিক তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান কোড- সামুরাই হ্যাকাথন -২০২২ এর আহ্বায়ক অধ্যাপক ডক্টর উপমা কবির।
তিনি আরো বলেন,” হ্যাকাথন এক ধরনের প্রবলেম বেজড প্রোগামিং প্রতিযোগিতা।হ্যাকাথনে অংশগ্রহণকারী বিভিন্ন ধরনের বৈশ্বিক কিংবা স্থানীয় সমস্যার সফটওয়্যার ভিত্তিক সমাধান বের করার সুযোগ পায় ”।
আগামী ২১ ডিসেম্বর (২০২২)বিকেল চারটায় টিএসসি মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সহ বিশিষ্ট অতিথিরা সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন কোড-সামুরাই আন্ত:বিশ্ববিদ্যালয় হ্যকাথন -২০২২ আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর মো: মামুন অর রশিদ,এক্সেকিউটিভ কমিটির সদস্য বিজেআইটি লিমিটেড এর সিইও ডক্টর মেহেদী মাসুদ, জান্নাতুন সাদিয়াত এবং নাহো কাটসুকি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।