নিজস্ব প্রতিবেদকঃ
হিমছড়ি তালিমুল কুরআন কমপ্লেক্সের শিক্ষার্থীদের নিয়ে নসিহা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠা পরিচালক ও লালদীঘি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈদগাঁও মাছুয়াখালী হেফজখানার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা শহিদুল্লাহ, কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুবউদ্দিন হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর, দক্ষিণ মাংলা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজগর হোসেন আজাদ।

অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি ও আদব কায়দা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

এসময় মাদরাসার শিক্ষক শাহজালাল সুলতানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।

এর আগে তালিমুল কুরআন কমপ্লেক্সের মহিলা শাখাসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। তারা প্রতিষ্ঠানটির অবস্থান, পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা ও সৌন্দর্য দেখে প্রশংসা করেন।

এরকম প্রতিষ্ঠান প্রতিটি এলাকায় গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা করেছেন অতিথিরা।