জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে জাতীয় রচনা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাওহিদা খানম তাসমিন ১ম পুরস্কার লাভ করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদফতর-এর আয়োজনে আজ ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার গণগ্রন্থাগার মিলনায়তনে “বিজয়ের পঞ্চাশ বছর ও বাংলাদেশের উত্থান” শীর্ষক জাতীয় রচনার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের পরিচালক মোছা. মরিয়ম বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, তাওহিদা খানম তাসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সাবেক পরিচালক মো: আশরাফ আলী খানের কনিষ্ঠ কন্যা।