জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে নীল দল।
অন্যদিকে শুধুমাত্র একটি সহ সভাপতি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল। সাদা দলের একমাত্র বিজয়ী হলেন দলের আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি পেয়েছেন ৬৭৯ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ভোট।
আজ ২৯ ডিসেম্বর(২০২২) বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাবে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। এর আগে তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ভোট পেয়েছেন ৮১৯টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা। তিনি পেয়েছেন ৭১২ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ভোট।
কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোঃ মাসুদুর রহমান ৮২৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী ব্যবসায় প্রশাসন ইনিস্টিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন পেয়েছেন ৪৬১ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. খাদেমুল হক পেয়েছেন ৮৪৫ভোট। প্রতিদ্বন্ধী প্রার্থী মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ভোট।
সদস্য পদে নীলদলের বিজয়ী ১০জন হলেন- সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান , স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যপক ড. শারমীন মুসা, গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এম আমজাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো মাকসুদ রহমান , রসায়ন বিভাগের অধ্যাপক ড. কামরুল এহছান, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, আলী আক্কাস এবং শরীফ আখতারুজ্জামান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।