শফিক আজাদ,উখিয়া(কক্সবাজার):

উখিয়ার পূর্বাঞ্চলখ্যাত জনপদ রাজাপালং ইউনিয়নের প্রত্যন্ত গ্রামীন জনপদে প্রতিষ্টিত চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় সারাদেশের ন্যায় নতুন বছরের শুরুতে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি, রতœাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী।

এসময় তিনি এলাকাবাসির সহযোগীতা এবং অনাবদ্য প্রচেষ্টায় বৃহত্তর এ জনপদে বিদ্যালয়টি প্রতিষ্টিত করতে পেরে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পেরে অভিভাবক, ছাত্র/ছাত্রী এমনকি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উক্ত বিদ্যালয় প্রতিষ্টাতাকে আন্তরিক ধন্যবাদ জানান।

বই বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম রশিদ, রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিক আজাদ, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, রাজনীতিবিদ ও ছাত্রনেতা আহসান উল্লাহ মণি, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, মুফিদুল আলম, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাষ্টার হামিদুল হক, নাছরিন জাহান, মনজুর আলম, লুৎফা বেগম, সাবিনা ইয়াছমিন রুনা,আবদুর রহিম, আয়াছ উদ্দিন, আব্দুল আমিন, নাজিয়া শারমিন, নাছিমা আক্তার প্রমূখ।

এছাড়াও সারাদেশের ন্যায় উখিয়ার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ সকল সরকারি,বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র/ছাত্রীরা নতুন বছরের শুরুতে বই পেয়ে আনন্দে উদ্ভাসিত।