নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন, “শিক্ষাবান্ধব ছাত্ররাজনীতি ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে কক্সবাজারই হবে স্মার্ট ছাত্রলীগ”।
সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, “ছাত্রলীগ মানে এক হাতে কবিতার খাতা আর আরেক হাতের কলম হবে প্রতিরোধের স্ট্যান্ডগান।”
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের হাত থেকে হাতিয়ার হিসেবে অস্ত্রের বদলে কলম তুলে দিয়েছেন। সেই কলম দিয়ে সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ।”
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহসিনুর রহমান বলেন, “ভাষা আন্দোলন,গণ অভ্যুত্থান,স্বাধীনতা সংগ্রাম সহ করোনার ভয়াবহ পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ। ছাত্রলীগের এই অর্জনের থলি যেন আগামীতে আরো সমৃদ্ধ হয়।”
পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগ নেতা ফাওয়াজ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক,জেলা ছাত্রলীগ নেতা মুরাদ মাহমুদ চৌধুরী, ইসমাম রফিক, খাইরুল ইসলাম জিসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক, সাবেক জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমু, জেলা ছাত্রলীগ নেতা আরমানুল ইসলামসহ জেলা ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।