সংবাদদাতাঃ
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের চট্টগ্রাম যোনের আওতাধীন বোয়ালখালী এরিয়ার গোমদন্ডী বোয়ালখালী শাখায় শীতার্ত ও হতদরিদ্র সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম যোনের নবাগত ম্যানেজার মোঃ আব্দুস সবুর খানের নির্দেশনায় বুধবার (১১ জানুয়ারি) অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন গোমদন্ডী শাখা ব্যবস্থাপক মোক্তার আহমেদ।
বোয়ালখালী এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতার কম্বল বিতরণ সম্পর্কে
ব্যবস্থাপক বলেন, গ্রামীণ ব্যাংক সূচনালগ্ন থেকেই আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাই দরিদ্র বিমোচন এবং সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে এই ব্যাংক বিশ্বে রোল মডেল।
আগামীতেও এই ব্যাংক দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শাখার সেকেন্ড ম্যানেজারসহ সকল সহকর্মী উপস্থিত ছিলেন।