নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের পি.এম.খালী ছনখোলা সোলতানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ‘সুপারিনটেন্ডেন্ট’ পদে নিয়োগ পেয়েছেন মাওলানা মিজানুর রহমান নুরী।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ (বি.এ) গত ২২ ডিসেম্বর তার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেন।
মিজানুর রহমান নুরী তরুণ উদ্যোক্তা ও মানবিক যোদ্ধা হিসেবে পরিচিত। তিনি মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক।
তার দক্ষ ও যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন এলাকাবাসী।
এদিকে নবনিযুক্ত সুপার মাওলানা মিজানুর রহমান নুরী, সহ সুপার মাওলানা এম এহসান উল্লাহ আমজাদীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন মাদরাসার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ (বি.এ) চেয়ারম্যান।
এ সময় মাদরাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য আলহাজ্ব সোলতান আহমদ, সিনিয়র সহসভাপতি অবসরপ্রাপ্ত বিজিবি মোঃ আলম, সহসভাপতি ডাঃ আবদু শুক্কুর, মোঃ আখতারুল ইসলাম, হাফেজ রমজান আলী মেম্বার, সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক মোঃ আহসান উল্লাহ হাসান, সহ অর্থ সম্পদক ডাঃ আলমগীর রানা, ছনখোলা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকের হোসাইন, সহকারী প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ, হাফেজ শামসুল আলম, আবদুল মতিন টিপু, মোঃ ছৈয়দুর রহমান সওদাগর, প্রবাসী ছাবের আহমদ, মোঃ রুবেল সওদাগর, মোঃ ইমাম হোসাইন, মুবিনুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছনখোলা দাখিল মাদরাসার সুপার পদে মিজানুর রহমান নুরীর নিয়োগ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।