বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি পিএইচপি ফ্যামিলি’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, পিএইচপি ফ্যামিলি’র কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুবিধা প্রদান করবে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিওও সামির সিং; হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং; হেড অব কর্পোরেট মার্কেটিং ফারাহ সুলতানা শহীদ; কর্পোরেট রিলেশন ম্যানেজার রাম প্রসাদ সুশীল; কর্পোরেট রিলেশন এক্সিকিউটিভ রিয়াজ রহমান। পিএইচপি ফ্যামিলি’র পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান; ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন; ডিজিএম অব বিজনেস কমিউনিকেশন ইন্তেখাব আলম মান্না প্রমুখ।
অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর সিওও সামির সিং বলেন, “পিএইচপি ফ্যামিলি’র সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারবর্গ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে স্বাস্থ্যসেবা নিতে আসবেন এবং আমরা তাদের সেরা অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করবো।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।