সিবিএন: কক্সবাজার সিটি কলেজের ছাত্র ছাত্র জিয়াউল হক জাতীয় পর্যায় পদক অর্জন করেছেন। ১৮-২১ জানুয়ারি মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম অনুষ্ঠিত ১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০২২ এর প্রতিযোগিতায় ৪৮কেজি ওজন শ্রেনিতে তাম্র পদক অর্জন করেন।
জিয়াউল হক কক্সবাজার সদর ,পি এম খালী ইউনিয়ন তোতক খালী আমানুল হকও রাজিয়া বেগমের সন্তান। সে পরিবারের চার ভাইয়ের মধ্যে সবার ছোট। জিয়াউল কক্সবাজার সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
তার সফলতা পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি বলে জানান। জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পদক পাওয়ার আশাবাদী জিয়াউল হক সবার দোয়া ও ভালবাসা কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।