প্রেস বিজ্ঞপ্তি:
রামু লম্বরীপাড়ার সর্বপ্রথম নূরানী ও হিফজ শিক্ষাকেন্দ্র দারুল কুরআন নূরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানার ষষ্ঠ বার্ষিক সভা ও ইসলামী শিক্ষা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৮ মার্চ ( বুধবার) অনুষ্ঠিত দিনব্যাপী এ মাহফিলে বক্তারা বলেছেন, নবপ্রজন্মকে
তাকওয়ার গুণাবলীসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়তে তুলতে ইসলামী শিক্ষাবিপ্লব তরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস প্রশংসনীয়। প্রতিষ্ঠার অল্পসময়ের মধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মেধা-প্রতিভার বিকাশে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উন্নত শিক্ষা কার্যক্রম ও সুব্যবস্থাপনার মধ্যদিয়ে সচেতন মহলে ইতিবাচক সাড়া জাড়িয়েছে। এই ধারাকে বেগবান করতে দ্বীন অনুরাগী জনতাকে এগিয়ে আসতে হবে।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল খালেক নিজামী। প্রধান বক্তা হিসেবে তাকরীর করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক।
প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সার্বিক তত্ত্বাবধানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, এলাকার প্রবীণ আলেমেদ্বীন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নুরুল হক, শিক্ষানুরাগী মুরুব্বী হাজী সিরাজুল হক ও নুরুল আমিন।
শিক্ষা পরিচালক মাওলানা দিদারুল আলম ও অতিথি শিক্ষক মাওলানা অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ দ্বীনি মাহফিলে বিশেষ বক্তা ছিলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার উস্তাযুল হাদীস মাওলানা আব্দুল খালেক, কলঘর বাজার জামে মসজিদের খতীব মাওলানা হেলাল উদ্দিন কাসেমী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি, রাজারকুল জামালুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দীন, রাজারকুল আছমা ছিদ্দিকা র. মাদ্রাসার পরিচালক মাওলানা যায়নুল আবেদীন, খুনিয়াপালং ছাদিরকাটা মদীনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু নাছের, মদীনাবাগ মাদ্রাসা দারুল কুরআনের পরিচালক মাওলানা হাফেজ শওকত আলী।
এ সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার শফিকুল হক, লিংকরোড উম্মে হাবিবা র. বালিকা মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শরাফত উল্লাহ, কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হক, উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হাছান, পশ্চিম রাজারকুল আশরাফিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা আরিফুল করিম,মেরংলোয়া নূরানী একাডেমীর পরিচালক হাফেজ সাইফুল ইসলাম, রামু ইকরা মডেল একাডেমীর প্রধান পরিচালক মাওলানা আব্দুল মান্নান,
মরিচ্যা পাগলিরবিল তাজবীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নুর মুহাম্মদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভা উপলক্ষে বিশেষায়িত দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা হাফেজ রফিকিল ইসলাম, মাওলানা হাফেজ মাহদী হাসান, মাষ্টার এরশাদুল হক প্রমুখ।
বার্ষিক সভা উপলক্ষে নূরানী একাডেমী ও হিফজখানার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ইসলামী শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। সভায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে তিলাওয়াতে কুরআন, হাদীস শরীফ, মাসায়িল, আরবী ও বাংলা বক্তব্য শ্রবন এবং সুন্দর হস্তলিপি প্রদর্শনী দেখে আগত অতিথিবৃন্দ অভিভূত হন।
ইসলামপ্রিয় জনতার আন্তরিক অংশগ্রহনে অনুষ্ঠিত এ দ্বীনি মাহফিল মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়।
’তাকওয়াবান মানুষ গড়তে ইসলামী শিক্ষাবিপ্লব তরান্বিত করতে হবে’
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।