আমিনুল ইসলাম বাহার, পেকুয়া:
২৩ সালের মেডিক্যাল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করছে বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রবিবার ( ১২ মার্চ) দুপুরে এমবিবিএস ১ম বর্ষের ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এবার ভর্তি পরিক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। তার মধ্যে ৬৯.২৫ নাম্বার পেয়ে স্থান পেয়েছে পেকুয়ার আফরোজা সোলতানা প্রিয়া।
তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছে।
আফরোজা সোলতানা প্রিয়া পেকুয়া সদর মিয়া পাড়া এলাকার সাবিনা ইয়াছমিন জিনুর ছোট মেয়ে।
সাবিনা ইয়াছমিন জিনু বলেন, পিতা হারা মেয়েটাকে আমি অনেক কষ্টের মধ্যে পড়ালেখা করাচ্ছি। তার পড়াশোনায় পারিবারিক ভাবে আমি খুব বেশি সচেতন। তারই ধারাবাহিকতায় আমার মেয়ে পেকুয়া বাসীর মুখ উজ্জ্বল করছে। সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।