প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফের ঐতিহ্যবাহী বিদ্যালয় হ্নীলা আলফালাহ্ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আলফালাহ্ একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের এক জরুরি বৈঠক গতকাল অনলাইনে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী পর্ষদের সভাপতি কক্সবাজার সিটি কলেজের শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আবু বকর আল মামুন, কোষাধ্যক্ষ এডভোকেট আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ মানসুর, কার্যকরী পর্ষদ সদস্য কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক হারুন অর রশিদ, আলমগীর সালাম পুলক, সেলিনা আকতার, দিলরুবা খানম রুবা এবং মোহাম্মদ আজম।
বৈঠকে আগামী ঈদুল ফিতরের ৩য় দিন (২৪ অথবা ২৫ এপ্রিল) স্কুল প্রাঙ্গনে সব ব্যাচের (২০০৩-২০২২) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটা গ্র্যান্ড রিইউনিয়ন প্রোগ্রাম আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। গ্র্যান্ড রিইউনিয়নের বর্ণাঢ্য কর্মযজ্ঞ সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মোট ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে অনলাইন এবং অফলাইনে (হার্ডকপি) রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়েছে।
অনলাইনের রেজিস্ট্রেশন লিংক সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ ও পেইজে পাওয়া যাবে। এছাড়া রেজিষ্ট্রেশনের হার্ডকপি সংশ্লিষ্ট ব্যাচ প্রতিনিধিদের হাতে দ্রুত পৌঁছে যাবে বলা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।