চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরের চান্দঁগাও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটাররা ভোট দিতে পারছে না-এরকম কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে সিএমপি কমিশনার বলেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত পরিবেশ এরকমই থাকবে।
আমাদের কাছে কোনও ধরনের অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে দেখেছি, সব জায়গায় বিভিন্ন প্রার্থীর এজেন্টরা রয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার বাহিনী কাজ করছে৷ এছাড়াও জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন করছেন।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।