ইমরান আল মাহমুদ:
সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা। এবারে ৬ টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩হাজার ৯শ ৩৭জন।
রবিবার(৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষার সব নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়,উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা সহ সব কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও বলেন,”এবারে ৬ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩হাজার ৯শ ৩৭জন। তার মধ্যে এসএসসি তে ৩হাজার ৮৩জন,দাখিলে ৭শ ৫৫জন ও ভোকেশনালে ৯৯জন।”
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি। পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
https://youtu.be/RgFi6hSy5Xk
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।