সিবিএন ডেস্ক:
টুইটারের প্রধান নির্বাহী (সিইও) খুঁজে পেয়েছেন ইলন মাস্ক। এক টুইটার পোস্টে বৃহস্পতিবার টুইটারের মালিক মাস্ক বলেন, ‘এক নারীকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি আনুমানিক ৬ সপ্তাহের মধ্যে আমার কাছ থেকে দায়িত্ব নেবেন’।
প্রধান নির্বাহীর পদ ছাড়লেও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্ক।
কাকে নিয়োগ দিতে যাচ্ছে তার বিস্তারিত না জানালেও ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন বলছে, এনবিসিইউনিভার্সাল -এর বিজ্ঞাপনের প্রধান লিন্ডা ইয়াকারিনোর নাম আলোচনায় আছে।
গত ডিসেম্বরে এক টুইট পোস্টে মাস্ক জানতে চেয়েছিলেন যে প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কি না। ওই সময় তিনি এই ঘোষণা দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা তিনি মেনে নেবেন।
যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে জানান, তারা ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না।
গত বছর নানা ঝামেলা পাশ কাটিয়ে এক প্রকার বাধ্য হয়েই ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক।
সূত্র: আল জাজিরা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।