অনলাইন ডেস্ক: বিএনপি সংসদে নাই, তাই নির্বাচনকালীন সরকারের বিষয়ে তাদের নিয়ে চিন্তা করার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বিএনপি যদি আবারও জ্বালাও-পোড়াও শুরু করে তাদেরকে আর ছাড়া হবে না।
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর নিয়ে সোমবার (১৫ মে) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। যারা নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কোনো কিছু কেনা হবে না। এখানে সম্পর্কের কিছু নেই, বাংলাদেশ কারও উপর নির্ভরশীল নয়।
-যমুনা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।