সিবিএন:

“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩” উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার জেলা পর্যায়ে ২য় বার ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান‘ মনোনীত হয়েছেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং ।

আজ ২১ মে জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

৪জন ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান’ তালিকায় অন্যান্যদের মধ্যে বিদ্যালয় পর্যায়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, মাদরাসা পর্যায়ে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ রাহমত ছালাম এবং কারিগরি পর্যায়ে রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর প্রকৌশলী বিশ্বজিত দাস শ্রেষ্ঠ হয়েছেন।

এড়াড়াও কক্সবাজার সিটি কলেজ থেকে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক – মর্জিনা আরা বেগম, প্রভাষক, অর্থনীতি বিভাগ , শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী – নাদিয়া হাসান সৌরভী অনার্স ২য় বর্ষ অর্থনীতি বিভাগ ,দ্বাদশ শ্রেণি (গ) বিভাগে রবীন্দ্র সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে পুষ্পেন দাশ জেলায় শ্রেষ্ঠ হয়েছেন।

তাঁদের এ সাফল্যে কক্সবাজার সিটি কলেজ পরিবার অভিনন্দন জানিয়েছেন।

জেলা পর্যায়ে সকল পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা নিম্নে দেযা হল-