নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিদ্যামান পরিত্যক্ত আকৃতির ১৯৬৯ সালে নির্মিত টিনশেড ভবনটি উন্মুক্ত নিলামে বিক্রয় করা করা হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুর ১ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার উপস্থিতিতে এবং নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বক্কর সিদ্দিকের সমন্বয়ে ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিদ্যামান পরিত্যক্ত ”এল” আকৃতির টিনশেড ভবনটি উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়। যার নিলাম মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা। ভ্যাট ১৮% সহ (তিরানব্বই হাজার ছয়শত টাকা ) টাকা। সর্বমোট মূল্য ছয় লক্ষ তের হাজার ছয়শ টাকা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।