চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। এর লিখিত পরীক্ষা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর নির্ধারিত সময়ে এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
এর আগে এ বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। সেই সময় অধ্যাপক তপন সরকার বলেছিলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।