ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন তিনজন মেয়র প্রার্থী।
তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখার প্রার্থী মোঃ জাহেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া পার্থ (হেলমেট) ও জোসনা হক (মোবাইল)।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এস এম শাহাদাত হোসেন জানান, নির্বাচন কমিশনের বিধান মতে মোট কাস্টিং ভোটের ৮ ভাগের একভাগ ভোট পেতে হয়। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৯৪, ৮১১। কাস্টিং হয়েছে প্রায় ৫৯ হাজার। সে হিসাবে একজন প্রার্থীকে ৭ হাজারের উর্ধ্বে ভোট পেতে হবে। কিন্তু মেয়র পদপ্রার্থী মোঃ জাহেদুর রহমান ১৪৫২, জগদীশ বড়ুয়া পার্থ ৪১৬৮ ও জোসনা হক ৬৯৮ ভোট পেয়েছেন। কাঙ্খিত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
১২ জুন সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভার ৪৩টি কেন্দ্রে ইভিএমে একটানা ভোট গ্রহণ হয়। ২৪৫টি ভোট কক্ষ সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল।
এদিকে, কক্সবাজার পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। যেটি নির্বাচন কমিশনের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভোটে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ (নারিকেল গাছ)। তার প্রাপ্ত ভোট ২৪ হাজার ৬৯৯।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১,২, ৩ নং ওয়ার্ডে শাহেনা আক্তার পাখি, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে ইয়াছমিন আক্তার, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে জাহেদা আক্তার এবং ১০, ১১, ১২ নং ওয়ার্ডে নাছিমা আক্তার বকুল। তারা চারজনই গত পরিষদে দায়িত্ব পালন করেছেন।
সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে এসআইএম আকতার কামাল আজাদ, ২ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নং ওয়ার্ডে এহেসান উল্লাহ, ৫ নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার, ৬ নং ওয়ার্ডে ওমর ছিদ্দিক লালু, ৭ নং ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নং ওয়ার্ডে রাজ বিহারী দাশ, ৯ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নং ওয়ার্ডে সালাউদ্দিন সেতু, ১১ নং ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু ও ১২ নং ওয়ার্ডে এমএ মঞ্জুর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।