কামাল শিশির, রামু:
কক্সবাজার রামুর অফিসেরচর এলাকায় অবস্থিত ক্যাপ্টেন কক্সের বাস ভবনটিকে ক্যাপ্টেন কক্স কমপ্লেক্সে রূপান্তরিত করার দাবী জানীয়েছেন এলাকার সুশীল সমাজ। যা বর্তমানে ডাক বাংলো নামে পরিচিত। এখনো প্রতিদিন অনেক দর্শক এ ভবনটিকে এক নজর দেখার জন্য আসেন। দর্শকরা ভবনটির সৌন্দর্য উপভোগ করতে মরিয়া। উল্লেখ্য, ক্যাপ্টেন হীরাম কক্সের নামানুসারে কক্সবাজার নামকরণ করা হয়েছে।
সূত্রে প্রকাশ, আরাকানের শরণার্থী সংকট নিরসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৩ সালে ক্যাপ্টেন কক্সকে এখানে গভর্নর হিসেবে নিয়োগ দেন। তিনি বর্তমান এ ডাক বাংলোটিতে বসেই দাফতরিক কাজ সারতেন।
ক্যাপ্টেন কক্সের স্মৃতিবিজড়িত এই বাসভবনটি বর্তমানে ডাকবাংলো হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং দর্শকরা পর্যটন পয়েন্ট হিসেবে ব্যবহার করছে।
রামু অফিসের চর এলাকার এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের রামু বাইপাস হতে প্রায় দুই কিলোমিটার পূর্বে অবস্থিত।
বাখখালি নদীর তীরে এই বাসভবনটি কে সরকার চাইলে ক্যাপ্টেন কক্স কমপ্লেক্স হিসেবে গড়ে তুলে ইতিহাস নির্ভর পর্যটনের দ্বার হিসেবে উন্মোচিত করতে পারে এমনটা ধারণা করছেন এলাকার সুশীল সমাজ।
এছাড়া এই বাংলোর পরেই সহস্র বছরের পুরোনো রাংকোর্ট ও রামু ক্যান্টনমেন্ট।
তাই বাংলোটিকে কমপ্লেক্সে রূপান্তরিত করে দর্শক মুখরিত করে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান এলাকার সুশীল সমাজ।
জানা যায়, ক্যাপ্টেন কক্স ১৭৯৯ সালে এখানেই মৃত্যু বরণ করেন।