জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গত ২১জুন( ২০২৩ খ্রিস্টাব্দ) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ কার্যবছরের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তীর্থ প্রতিম দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিশাত সালসাবিল রব। সভাপতি পার্থ প্রতিম দাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং সাধারণ সম্পাদক নিশাত একই সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ছাত্রী।
আজ ২৩ জুন (২০২৩) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর জনসংযোগ বিষয়ক সম্পাদক নাফিসা জামান বনি কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০২২-২৩ কার্যবছরের কার্যনির্বাহী পরিষদ :
সভাপতি: তীর্থ প্রতিম দাস
সাধারণ সম্পাদক: নিশাত সালসাবিল রব
সহ সভাপতি: রিফাত শাহরিয়ার
সহ সাধারণ সম্পাদক: মুত্তাকিমুর রহমান
অর্থ সম্পাদক: শেখ আব্দুল্লাহ আরিফ উন্মেষ
দপ্তর সম্পাদক: সৌভিক দেবনাথ সন্তু
সহ দপ্তর সম্পাদক: নূর নিশাত আনজুম
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: রেহনুমা শাহরিন
সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: তাহসিন উল করিম
পাঠচক্র ও কর্মশালা বিষয়ক সম্পাদক: মো: ইসরাত আবু তৈমুর
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: জুবায়ের মাহমুদ খান
জনসংযোগ বিষয়ক সম্পাদক: নাফিসা জামান বনি
প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক: সুমন্ত সরকার অর্পন
সহ প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক: নুজহাত জামান নূহা।
কার্যকরী সদস্য:
১. শিয়ান শাহরিয়ার আলমগীর
২. তানজিনা সুলতানা সেঁজুতি
৩. মাহমুদুল হাসান রাফি
৪. সজীব তালুকদার
৫. মো: রাফায়াতুল্লাহ
৬. নাজমুস সাকিব
৭. ফারিয়া রহমান
৮. মো: আশিকুর রহমান কানন
৯. ফারহান সাকিব আলভী
১০. অপূর্ব দাশ শুভ্র
১১. আল আমিন খান সিয়াম
১২. সাদিয়া তাসনিম
১৩. মো: আল-আমিন
১৪. তানজিনা ইসলাম
১৫. খেং চেং ফ্রু মারমা
১৬. মোসা: সুমাইয়া আফরিন
১৭. মাহাদী হাসান তৌহিদ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।