সিবিএন:
কক্সবাজার সিটি কলেজের পরিচ্ছন্নকর্মী লিটন জলদাস ২৬ জুন রাত ৯.০০টার দিকে দেহত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বৎসর। ২৭ জুন সকাল ৯,০০টায় তার অন্তেষ্ঠিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এদিকে প্রিয় সহকর্মীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম , সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন , অধ্যক্ষ ক্যথিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , বাণিজ্য অনুষদ ও হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, সমাজ বিজ্ঞান অনুষদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানুর আক্তার, কলা অনুষদ ও ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, বিজ্ঞান অনুষদ ও পদার্থ বিজ্ঞান বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জেবুন্নেছা , সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী, ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বভাগের প্রধান শারায়াত পারভিন লুবণা, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন,বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা ,হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ ,অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপিকা তসলিমা রশিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ ,দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , নাট্যকলা বিভাগের প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম ও কলেজের সকল শিক্ষক, ছাত্রছাত্রী- কর্মচারীবৃন্দ।
তার বিদেহী আত্মার পারলৌকিক সদগতি কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।