কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২৩ ফুটবল ফাইনালে কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর ) বিকাল তিনটায় ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ দল ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ দলকে ২-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ম্যাচে কুতুবদিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
এ সময় অন্যান্যদের মধ্যে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ কানন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বিকমসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।