মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের সাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম), বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মোহাম্মদ ফারুকীর পিতা, চট্টগ্রামের প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী (৭২) আর নেই। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমের নিকটাত্মীয় মোহাম্মদ হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী শনিবার সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম শহরের আলকরনস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ পড়লে তাঁকে তাৎক্ষণিক ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে সন্ধ্যা ৭ টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।
চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দিন বাজারের তামাককুন্ডী রোডস্থ জনতা মার্কেটের সত্বাধিকারী আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী রাউজান উপজেলার চিকদাইর গ্রামের হজরত আকবর শাহ (র:) বাড়ির মরহুম আলহাজ্ব জাকের হোসেন ফারুকীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী, একমাত্র কন্যা কাতার প্রবাসী জেবুন্নেছা ফারুকী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
একজন সৎ ব্যবসায়ী, ধর্মপরায়ন মানুষ হিসাবে সবার কাছে সুপরিচিত আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকী হজরত আকবর শাহ (র:) মাজারের নায়েবে মতোয়াল্লী ছিলেন। তিনি মসজিদ, মাজার সহ অনেক কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে চট্টগ্রাম শহরের আলকরণ, রিয়াজ উদ্দিন বাজার, রাউজানের চিকদাইর হজরত আকবর (রা:) মাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা :
চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মুহাম্মদ ফারুকীর প্রথম নামাজে জানাজা রোববার ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় চট্টগ্রাম শহরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর একইদিন আছরের নামাজের পর রাউজান উপজেলার চিকদাইর গ্রামের হজরত আকবর শাহ (র:) মাজার সংলগ্ন মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মোহাম্মদ হাসান জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।