বার্তা পরিবেশক:

সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তারা বলেন-দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রতি অক্ষুন্ন রেখে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর দিতে সকলকে সজাগ থাকতে হবে। এসময় তিনি পূজা চলাকালে রাত বারটার পরে সাউন্ড সিস্টেম বন্ধ রাখার জন্য পূজা মন্ডপের নেতৃবৃন্দকে অনুরোধ জানান। পাশাপাশি বক্তারা প্রতিমা আনা নেওয়াতে কোন প্রকার যেন অসুবিধা না হয় সে লক্ষ্যে কক্সবাজার শহরসহ, বিভিন্ন ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবি জানান। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মিটন পাল, নিরুপম শর্মা, সাংগঠনিক সম্পাদক সবুজ শীল, দপ্তর সম্পাদক পরিধন কান্তি দে, গ্রন্থনা সম্পাদক দেবাশিষ ভট্টাচার্য্য আকাশ, খুরুশকুল ইউনিয়ন পূজা কমিটির সভাপতি মাষ্টার রতন কান্তি দে, সাধারণ সম্পাদক শিবলু পাল, ঝিলংজা ইউনিয়নের আহবায়ক তুষার কান্তি ধর, চৌফলদন্ডী ইউনিয়নের সভাপতি সুরেশ শর্মা, সাধারণ সম্পাদক টিটু কান্তি দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য দীপক দাশ, পুরোহিতরত্ন জগদীশ শর্মা, ভারুয়াখালী ইউনিয়নের কর্মকর্তা ছোটন কান্তি দেসহ সদর উপজেলার আওতাধীন সকল পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক। এছাড়াও উক্ত প্রস্তুতি সভায় সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন ছোটন কান্তি দে। এছাড়াও ভারুয়াখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আপন শর্মা ও বৈষ্ণবপ্রবর চিত্তরঞ্জন পালসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য-এবার সদর উপজেলার ৫টি ইউনিয়নের মোট ১৮টি প্রতিমা ও ১১টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।