প্রেস বিজ্ঞপ্তি :

আগামী ২৮ সেপ্টেম্বর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার,মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম শুভ জন্মদিন পালন উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ ২৪ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় প্রস্তুতি সভা করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ।

কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলামের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি সেলিম ওয়াজেদ, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এডঃ রিদুয়ান আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম,সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন,১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান,
শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মিঠন দাস মিন্টু, পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, ফরহাদ রেজা, ফয়সল হুদা, সোহেল রানা, এডঃ ছোটন কান্তি শীল, সাগর পাল।

এসময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্বদরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।