সংবাদ বিজ্ঞপ্তি:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু জীবন ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় পাবলিক লাইব্রেরী হল মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী।
সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, এড. রনজিত দাশ, কাউন্সিলর এম এ মনজুর, নুরুল আজিম কনক, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানিম মোর্শেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দুলাল দাশ, জেলা ওলামা লীগের সভাপতি নুরুল আলম সরকার প্রমুখ।
প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, এড.আব্বাস উদ্দিন, আবদুল খালেক, এড. তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমদ শামীম, এড. জিয়া উদ্দিন, জসিম উদ্দিন জসিম, মোহাম্মদ মহীদুল্লাহ, রোমেনা আকতার, মির্জা ওবাইদ রুমেল, শাকের উল্লাহ শাহেদ, আহসান সুমন, এড. রবিউল এহসান, মিজানুর রহমান হেলাল, পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে এসব কর্মসূচি সফল করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পুনরায় প্রস্ততি সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ সহ ভ্রাতৃপ্রতিম, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।