মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মো: শহীদুল আজম-কে কক্সবাজারের নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: আবদুল মালেক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: শহীদুল আজম সহ একই পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় চলতি দায়িত্বে ডিপিইও পদে পদায়ন করা হয়।
কক্সবাজারে ডিপিইও পদে নিয়োগ পাওয়া মো: শহীদুল আজম বর্তমানে নরসিংদীর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি কক্সবাজারে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে দায়িত্ব পালন করেছেন।
ডিপিইও পদে পদায়নকৃত ১৪ জন কর্মকর্তাকে আগামী ১১ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।