জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজার থেকে ঢাকাগামী কিংস ট্রাভেলস পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে কাপড়ের ব্যাগে থাকা ২ হাজার ১০ পিস ইয়াবাসহ বাসের এক হেলপারকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক টোল প্লাজা এলাকার থেকে তাকে আটক করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রুবেল হোসেন (৩১) নোয়াখালী জেলার কোমগঞ্জ থানার বড় হোসেনপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে বাসের হেলপার হিসেবে কাজ করেন।

এসআই সুমন দে জানান, ইয়াবার এ চালানটি কক্সবাজার থেকে এসেছে। এটি ঢাকায় যাবে। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে মইজ্জ্যারটেক চেকপোস্ট বসিয়ে গাড়িটিতে তল্লাশি চালালে হেলপারের কাপড়ের ব্যাগের ভিতর থেকে ইয়াবাগুলো জব্দ করি।

ওসি মো. দুলাল মাহমুদ জানান, কর্ণফুলী থানার এসআই মো. সুমন দে এ চালানটি আটক করেন। কিংস ট্রাভেলস পরিবহনের হেলপার এ চালান কক্সবাজার থেকে এনেছে। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।