শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় ১০ লিটার দেশি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে উত্তর ধূরুং পূর্ব তেলিয়া কাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো: মামুন (৩২) একই এলাকার মাহমুদ উল্লাহের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ধূরুং তেলিয়া কাটা এলাকা থেকে মাদক কারবারি মামুনকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা পাওয়া যায়। চোলাই মদ উদ্ধারের ঘটনায় নতুন আরেক মামলা হয়েছে বলেও জানান ওসি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।