জে. জাহেদ, চট্টগ্রাম:

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় একটি বাস উল্টে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— মির হোসাইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে বাকলিয়া থানার এসআই আব্দুল্লাহ আল ইমরান বলেন, “মিনি বাসটি মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে শহরের দিকে আসছিল। এ সময় পেছনের চাকা ফেটে বাসটি উল্টে যায়।”

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুনব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার পরিচয় জানা যায়নি। বয়স ৪০ মতো হবে। বাকিদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।